অ্যাপলভক্তদের অপেক্ষা শেষ। মঙ্গলবার নতুন আইফোন ১৩’র ঘোষণা আসতে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিশেষ আয়োজনটি সম্প্রচার করবে অ্যাপল।আয়োজনটি ইউটিউব ও অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে। প্রতি বছরের শেষ তৃতীয়াংশে অ্যাপল নতুন আইফোনের ঘোষণা দিয়ে থাকে। এবারও অ্যাপলের চরম গোপনীয়তা নীতির কারণে আইফোন থার্টিনের ব্যাপারে আগে থেকে কিছুই জানা যায়নি। তবে, প্রযুক্তি বিশেষজ্ঞ ও ওয়েবসাইটগুলোর ধারণা নতুন আইফোনে সর্বাধুনিক ক্যামেরা, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং চোখের জন্য সহায়ক আরও উন্নত নাইট মুড যুক্ত হতে পারে। আইফোন ছাড়াও এই ইভেন্টে নতুন অ্যাপল ওয়াচ, এয়ারপড এবং ম্যাকবুকের ঘোষণা আসতে পারে।