বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে আন্দোলন করায় দেশটির এক বিরোধী দলীয় নেতাকে ১৮ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
বেলারুশের বিরোধী দলীয় নেতা সের্গেই টিখানভস্কিকে অভিযুক্ত করা হয়েছে দেশটিতে সাম্প্রতিক আন্দোলন ও বিক্ষোভ সংঘটিত করার দায়ে। বেলারুশের আদালত তার বিরুদ্ধে লুকাশেঙ্কোবিরোধী বিক্ষোভ বা দাঙ্গা করা ছাড়াও আরো কয়েকটি অভিযোগ এনেছে। যদিও বেলারুশের আদালতের এ বিচারব্যবস্থাকে এক ধরনের প্রহসন বলে সমালোচনা করা হচ্ছে।
২০২০ সালে বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সের্গেই টিখানভস্কি। কিন্তু, ভোটের আগেই তাকে জেলে আটক করে রাখা হয়।
পরে সের্গেই টিখানভস্কির স্ত্রী স্বেতলানা টিখানভস্কায়া ওই নির্বাচনে আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দাঁড়ান। এ নির্বাচনে স্বেতলানা টিখানভস্কায়া নিজেকে বিজয়ী বলে দাবি করেন। কিন্তু, আলেকজান্ডার লুকাশেঙ্কোর ভয়ে এবং নিজের প্রাণ বাঁচাতে তিনি তার সন্তানকে নিয়ে এখন নির্বাসনে আছেন।
সূত্র : বিবিসি