বিনোদন ডেস্কঃ ঈদ কে সামনে রেখে নির্মিত হল একক নাটক তুমি ছিলে হ্নদয়ে। পরিচালনা করেছেন তরুন নির্মাতা আয়মান রাকিব।
নাটক টি সম্পর্কে এইচ টি প্রডাকশন এর কর্নধার তানভীর হাসান বলেন – একদম ভিন্ন ধরনের গল্পের নাটক, আশা করি নাটক টি দেখার পরে দর্শকরা আশাহত হবেন না,তরুণ নির্মাতা আয়মান রাকিব বলেন গল্পে একটা ভিন্ন স্বাধ আছে দর্শক যদি আমাদের নাটক টি দেখার পরে সামান্য হলেও যদি মানুষের মন এর সামান্য জায়গা নিতে পারি,তাহলেই আমাদের পরিশ্রম এর স্বার্থকতা আসবে,সবাই কে এইচ টি প্রডাকশন এর পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।
নাটকটিতে অভিনয় করেছেন সবার পরিচিত মুখ মোঃ সাব্বির আহম্মেদ, নাইমা আলম মাহা,শেখ স্বপ্না,হাবিব রাজা,চাঁদনী চৌধুরী, সিপন হাওলাদার, মাইসা ইসলাম মুক্তা, নুপুর, সাকিব, ছোট মিসা,সহ অন্যান্য,সব শেষে সবার দোয়া চান পরিচালক আয়মান রাকিব, এইচ টি প্রডাকশন এর পাশে থেকে সাপোর্ট করার অনুরোধ জানান,এই প্রোডাকশন থেকে আগামী দিনে আরও সুন্দর সুন্দর গল্প উপহার দিবে,নাটক টি চিত্রগ্রহণ এ ছিলো শেখ সুজন,পরিবেশনায় Channel HT