হাফিজুর রহমান হাবিব (পঞ্চগড়) তেঁতুলিয়া : তেঁতুলিয়ায় বাংলাদেশ কারিগড়ি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্রের ৬ মাস মেয়াদী এলএমএএফপি কোর্সের পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে তেঁতুলিয়া শাখার আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের পরিদর্শক হিসেবে ছিলেন ডা. এস এম শামীম ও বহিরাগত পরিদর্শক ডা.সুমন চন্দ্র রায়, অধ্যক্ষ ইমদাদুল হক কোর্সের পরীক্ষা পরিচালনা করেন শাখা ব্যবস্থাপক আসাদুজ্জামান আসাদ, সুরঞ্জিত সেন বাবলু।
এলএমএএফপি কোর্সটি গত নভেম্বর/১৬ থেকে চলতি এপ্রিলে শেষ হলেই নির্ধারিত সময়েই সফলভাবেই অনুষ্ঠিত হলো এই পরীক্ষা। পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে বলে জানান শাখা ব্যবস্থাপক।
তেঁতুলিয়া শাখা ব্যবস্থাপক আসাদুজ্জামান আসাদ জানান, বেকারত্ব নিরসনে কর্মসংস্থান তৈরিতে এরকম কোর্স পরিচালনা করা আমাদের মূল লক্ষ্য। এই কোর্স সম্পন্নের মাধ্যমে শিক্ষার্থীরা ভালো কিছু করবে ও স্বনির্ভর হয়ে উঠবে বলে আশা করছি। আর এই প্রতিষ্ঠান চেয়ারম্যান এস এম আকাশ সামনে বেশ কিছু কোর্সের উদ্যোগ গ্রহন করেছেন।