ঢাকাপোস্টবিডি.কম : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, পূজায় আনন্দ করবেন, প্রার্থনা করবেন। কিন্তু করেনার কথা ভুলে গিয়ে অতিমাত্রায় আনন্দ করে বিপদ টেনে আনবেন না। দেশ থেকে করোনা এখনো বিদায় নেয়নি। সেদিকে খেয়াল রাখতে হবে।
শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, করোনা অনেক কমে গেছে। শুক্রবার মাত্র ৭ জনের মৃত্যু হয়েছে। কিন্তু বাড়তে তো সময় লাগবে না। আপনারা দেখেছেন অনেক রাষ্ট্রে করোনা আবার বাড়ছে। আমরা চাই না আমাদের দেশে কোনো অনুষ্ঠানের মাধ্যমে করোনা আবার বাড়ুক। ধর্মের পাশাপাশি বিজ্ঞানটাকেও মাথায় রেখে চলতে হবে।
জাহিদ মালেক আরও বলেন, দেশে এ পর্যন্ত ৫ কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে। ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ৫০ ভাগ মানুষ ভ্যাকসিন পাবে। শিগগিরই শুরু হবে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের মাঝে টিকাদান কাযর্ক্রম।
মন্ত্রী বলেন, বাংলাদেশের করোনা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসায় সারাবিশ্ব এখন প্রশংসা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অনেক রাষ্ট্র ভ্যাকসিনসহ বিভিন্ন সহযোগিতা দিতে এগিয়ে আসছে।
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খানসহ পূজা উৎযাপন পরিষদ নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকরা বক্তব্য রাখেন।