বিনোদন ডেস্কঃ সম্প্রতি বৈশাখী এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো এ প্রজন্মের কণ্ঠশিল্পী একে আজাদ’র মিউজিক ভিডিও আমি কান্দি আজও তোর লাগিয়া।
গাজীপুরের বিভিন্ন লোকেশনে নির্মিত মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন সাজ্জাদ অভি, পুজা চক্রবর্তী, ফাহিম রহমান। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এম রানা সিদ্দিক।
মিউজিক ভিডিওটির চমৎকার গানের কথা লিখেছেন মোঃ দেলোয়ার হোসাইন। গানটির সুর করেছেন নূর হোসাইন হ্নদয়। সংগীত পরিচালন ছিলে ডালিম।
মিউজিক ভিডিও প্রসংগে শিল্পী একে আজাদ বলেন- গানটি একেবারেই মৌলিক একটা গান। অনেক দরদ দিয়ে গেয়েছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।
https://youtu.be/StDG51yxGAI