আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ফুসফুসে কোনো জটিলতা নেই। তিনি ভালো আছেন।
বুধবার এ তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরফুদ্দিন আহমেদ।
শরফুদ্দিন আহমেদ জানান, ওবায়দুল কাদেরের ফুসফুসে কোনো জটিলতা নেই। তিনি ভালো আছেন। আরও ১-২ দিন ওবায়দুল কাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
এর আগে গতকাল মঙ্গলবার সকালে মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের মার্চে ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে এনজিওগ্রাম করে তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকেরা, যার মধ্যে একটি অপসারণও করা হয়। এরপর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।