পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারতে যাচ্ছে বাংলাদেশ। চতুর্থ দিনের পর পঞ্চম ও শেষ দিনেও দাপট অব্যাহত রেখেছে সফরকারীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০২ রানের লক্ষ্যে ৪২ ওভার শেষে বিনা উইকেটে ১৪৯ রান সংগ্রহ করেছে পাকিস্তান। আবিদ আলী ৭৮ ও আব্দুল্লাহ শফিক ৭১ রানে অপরাজিত রয়েছেন। জয়ের জন্য ৫৩ রান দরকার তাদের। মঙ্গলবার (৩০ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির পঞ্চম দিনে মাঠে নেমেছে দুদল।
এর আগে চতুর্থ দিন শেষেই বড় জয়ের আভাস নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। দিন শেষে বিনা উইকেটে ১০৯ রানে মাঠ ছাড়ে দলটি। আবিদ আলী ৫৬ ও আব্দুল্লাহ শফিক ৫৩ রানে মাঠ ছাড়েন। যদিও বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৩০ রানের জবাবে পাকিস্তান ২৮৬ রান করতে পেরেছিল। তবে লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে ধস নামে টাইগার শিবিরে। করতে পারে মাত্র ১৫৭ রান।