আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ জানিয়েছেন, কেন্দ্রীয় কমিটির পরের বৈঠকেই ডা. মুরাদ হাসানকে দল থেকে বহিস্কার করা হবে। তার এই বক্তব্যের প্রেক্ষিতে বিভিন্ন মহলের প্রশ্ন, দলে না থাকলে ডা. মুরাদের সংসদ সদস্য পদ থাকবে কি না। এ ব্যাপারে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, সংবিধান বা কার্যপ্রণালী বিধিতে এ সংক্রান্ত কোনো নির্দেশনা নেই। তবে যেটা চর্চা হয়ে আসছে, সেই কনভেনশন অনুযায়ী, দল কাউকে এক্সপেল করলে তার সংসদ সদস্য পদ কোনো না কোনো ভাবে হারাতে হবে।