এম, বায়েজিদ কবিরঃ মেলান্দহ উপজেলার ২৬ নং দেউলাবাডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে প্রথম শ্রেণি হইতে ৫ম শ্রেণী পর্যন্ত,২০২২ সালে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে প্রতি বছরে নেয় এবারও মেধা বৃত্তি প্রদান করলেন বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি জালাল উদ্দিন জালাল।
বৃত্তি প্রদান কালে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম বাদশাহ, সহ সভাপতি মোঃ সুলাইমান মাষ্টার, সদস্য মোঃ বায়েজিদ কবির, মোঃ আনোয়ার হোসেন মাস্টার, সায়ের উদ্দীন, আলেয়া আক্তার, সালমা আক্তার , শিক্ষার্থী অবিভাবক হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ স্কাউট জামালপুর জেলা শাখা সহকারী কমিশনার (আইসিটি) হাসান, মেলান্দহ ইউনিট লিডার মোঃ মতিউর রহমান, ইউনিট লিডার মেলান্দহ মুক্ত স্কাউট গ্রুপের শাকিলআহমেদ। সার্বিক সহযোগিতায় করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃমফিজুল ইসলাম ।
সমাজের অসহায় মানুষের আশ্রয়স্থল, সততা ও আস্থার প্রতীক , গরীব এবং সুবিধা বঞ্চিত মানুষের আশা আকাঙ্খার প্রিয় মুখ বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ জালাল উদ্দিন জালাল । একজন মানুষ কতটা উদার মানবিক ও মহৎ হতে পারে এটি তাঁর মানবসেবা দেখলে বুজা যায়।
ইতিমধ্যে শতাধিক গরীব ও অসহায় পরিবারের কর্মসংস্থান জন্য অটোরিকশা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন জালাল উদ্দীন জালাল। অটোরিকশা প্রাপ্ত মানুষের সাথে কথা বলে জানা যায়, তারা এখন সুখে শান্তিতে দিন কাটাচ্ছে, অটোরিকশা পেয়ে তিন বেলা শুধু ভাতের ব্যবস্তা হয়েছে তা নয় তাদের ছেলে-মেয়ের লেখা পড়ার খরচ চালানোও সহজ হয়েছে। মহৎ মানুষটার প্রতি তাদের যেমন ভালোবাসা রয়েছে তেমন মন থেকে রয়েছে অফুরন্ত দোয়া।
গরীব দুঃখীর বন্ধু ও মানবতার দৃষ্টান্তকারী মেলান্দহ উপজেলার হাতেম তাই খ্যাতবিশিষ্ট ব্যাবসায়ী জালাল উদ্দীন জালাল দেশের বিভিন্ন যায়গায় মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় ব্যাপকভাবে দান করে যাচ্ছে। তার ব্যবসায়িক সফলতা ও দানের হাত আরও সুদূর প্রসারিত হোক এটাই প্রত্যাশা করেন এলাকাবাসী।