বিনোদন ডেস্কঃ সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নির্মিত হল টেলিফিল্ম ‘পরম সুখ।’ টেলিফিল্মটি পরিচালনা করেছেন তরুন নির্মাতা ইয়ামিন খান।
টেলিফিল্মটিতে নবাগত অভিনেতা সবুজ আহমেদ এর সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন সুবর্না শিকদার। এ ছাড়াও টেলিফিল্মটিতে অভিনয় করেছেন হাসিন চৌধুরী, জিনিয়া জিনি, এবং রাহুল আজমির । টেলিফিল্মটি খুব শীঘ্রই কাঠ ঠোকরা এন্টারটেইনমেন্টের ব্যানারে রিলিজ হবে।।