আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যায়। এ সময় তাঁরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন। সেখানে তাঁরা বিএনপির মহাসচিবের হাতে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র তুলে দেন।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, প্রতিনিধিদলে আরো ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, সহসম্পাদক রিয়াজুল কবির কাওসার, হাসান তারিক আরিফ ও আনিসুর রহমান।
এ বিষয়ে মৃণাল কান্তি দাস ইউএনবিকে বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানাতে এখানে এসেছি আমরা। সে জন্য আমন্ত্রণপত্রও হস্তান্তর করা হয়েছে। আশা করি, তাঁরা আমাদের জাতীয় সম্মেলনে যোগ দেবেন।’
আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। এরই মধ্যে সম্মেলনের সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছে।