প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ১৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসছেন। ঐদিন স্থানীয় সময় সকাল ১১ টায় জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।
তবে নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির অবনতি দেখা দিলে তার এ সফরসূচির পরিবর্তন হতে পারে বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও জাতিসংঘ বাংলাদেশ মিশনের একটি সূত্র জানিয়েছে।
সূত্রটি জানায়, বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানগণ জাতিসংঘের ৭৬তম হাইব্রিড সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। মহামারি পরিস্থিতি স্বাভাবিক না থাকলে তা পরিবর্তন হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে ও কখন জাতিসংঘে ভাষণ দেবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে আগামী ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর তিনি ৭৬তম হাইব্রিড সাধারণ অধিবেশনে ভাষণ দিতে পারেন।
অন্যান্য বছরের ন্যায় এবারে তিনি কোন পাবলিক সমাবেশ বা নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন না বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি সূত্র উল্লেখ করেছে। তবে প্রধানমন্ত্রী ‘ভার্চুয়াল প্রেজেন্স’ এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ২৪ সেপ্টেম্বর হোটেল সুইট থেকে দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন।
এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষ্যে জেএফকে বিমানবন্দরে শুভেচ্ছা জানানোর প্রস্তুতি এবং তার ভাষণের দিন জাতিসংঘ ভবনের সামনে শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে।